​নিজস্ব সংবাদদাতাঃ তাঁদের ওপর পদকের প্রত্যাশা ছিল। গোটা দেশ তাকিয়ে ছিল তাঁদের দিকে। কিন্তু হতাশ করলেন মনু ভাকের ও যশস্বিনী দেশওয়াল। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠতে পারলেন না কেউই। যোগ্যতা অর্জন পর্বে মনু শেষ করলেন ১২ নম্বরে। যশস্বিনী শেষ করলেন ১৩ নম্বরে।