এমবাপের হ্যাটট্রিক, নেইমারের জোড়া গোল, প্যারিসের ৭ গোল

author-image
Harmeet
New Update
এমবাপের হ্যাটট্রিক, নেইমারের জোড়া গোল, প্যারিসের ৭ গোল

নিজস্ব সংবাদদাতাঃ LOSC-এর বিরুদ্ধে বিরাট ব্যবধানে জিতেছে প্যারিস সেন্ট জার্মেইন। প্রতিপক্ষের বিরুদ্ধে ১-৭ গোলে জিতেছে পিএসজি। হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপে। জোড়া গোল করেছেন নেইমার। একটি করে গোল করেছেন যথাক্রমে লিওনেল মেসি ও হাকিমি। ম্যাচে বলের দখল দুই দলের মধ্যে সমান থাকলেও, গোল করার ক্ষেত্রে মুন্সিয়ানা দেখিয়েছে পিএসজি।