চলন্ত গাড়িতে খাবারের খোঁজ রামলালের

author-image
Harmeet
New Update
চলন্ত গাড়িতে খাবারের খোঁজ রামলালের



নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : শালবনি ব্লকের রঞ্জা এলাকায় রাস্তার উপর দাপিয়ে বেড়াচ্ছে হাতি। খাবারের খোঁজে গাড়িতে চলছে তল্লাশি।পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের রঞ্জার জঙ্গল এলাকায় একের পর এক গাড়ি দাঁড় করিয়ে সোমবার সকালে খাবারের সন্ধানে তল্লাশি চালায় রামলাল নামে একটি হাতি। যার ফলে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের পিড়াকাটা গোয়ালতোড় রাস্তায় যানবাহন চলাচলে সমস্যা দেখা দিয়েছে। যেভাবে রামলাল একের পর এক গাড়ি দাঁড় করিয়ে গাড়িতে কি খাবার রয়েছে তার খোঁজ শুরু করেছে তাতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন গাড়ির চালকেরা।

ওই ঘটনাকে কেন্দ্র করে রঞ্জার জঙ্গল এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যেভাবে রাস্তার উপর ওই হাতিটি দাপিয়ে বেড়ায় এবং খাবারের সন্ধানে গাড়িতে তল্লাশি চালায় তাতে যানবাহন চলাচলের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি জানিয়ে খবর দেওয়া হয় বন দফতরকে। শালবনি ব্লকের পিড়াকাটা রেঞ্জের অধীন রঞ্জার জঙ্গল এলাকায় রাস্তার উপর হাতির তাণ্ডবের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনদফতর এর কর্মীরা। বন দফতরের পক্ষ থেকে ওই হাতিটিকে রাস্তা থেকে সরানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়। তবে রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছে রামলাল নামে ওই হাতিটি। যার ফলে সমস্যায় পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। অবশেষে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বন দফতরের কর্মীরা রামলাল নামে ওই হাতিটি কে রাস্তা থেকে জঙ্গলের দিকে পাঠায়।