আফগানিস্তানে আটক সাংবাদিক-প্রযোজক

author-image
Harmeet
New Update
আফগানিস্তানে আটক সাংবাদিক-প্রযোজক

নিজস্ব সংবাদদাতাঃ আমেরিকার ড্রোন হামলায় নিহত আল কায়দা নেতা আয়মান আল-জাওয়াহিরিকে যেখানে হত্যা করা হয়েছিল, আফগানিস্তানের সেই শেরপুর অঞ্চলে ভিডিয়ো তুলতে গিয়েছিলেন আমেরিকান সাংবাদিক-পরিচালক ইভর শিয়ারার। তাঁর সঙ্গে ছিলেন আফগান প্রযোজক ফৈজুল্লা ফৈজবক্স। গত ১৭ অগস্ট দু’জনকেই গ্রেফতার করে তালিবান প্রশাসন। তারপর থেকে কোনও খবর মেলেনি দু’জনের। অবিলম্বে দু’জনকে মুক্তি দেওয়ার আর্জি জানিয়েছে নিউ ইয়র্কের একটি সংবাদমাধ্যম। 



সম্প্রতি জানা গিয়েছে, শেরপুরায় আটক করা হয়েছে ইভর এবং ফৈজুল্লাকে। ইভর-ফৈজুল্লাকে তাঁদের কাজকর্ম এবং সেই সংক্রান্ত অনুমতি রয়েছে কিনা, তা জানতে চাওয়া হয়। খতিয়ে দেখা হয় দু’জনের পরিচয়পত্র এবং পাসপোর্ট। দু’জনের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। আমেরিকার চর সন্দেহে ওই দু’জনকে আটক করেছিল আফগান পুলিশ। এরপরে ৫০ জন তালিব গোয়েন্দা ওই দু’জনের চোখ বেঁধে অজ্ঞাত কোনও স্থানে নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তালিবান ক্ষমতায় আসার পর থেকেই সাংবাদিক ও সংবাদমাধ্যমের কর্মীদের উপর আক্রমণ ক্রমাগত বেড়েছে।