সন্ত্রাসবিরোধী আইনে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে দায়ের এফআইআর

author-image
Harmeet
New Update
সন্ত্রাসবিরোধী আইনে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে দায়ের এফআইআর

নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের নামে রুজু হয়েছে মামলা। বিচারপতিকে হুমকি দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে এই মামলা রুজু হয়েছে। শনিবার ইসলামাবাদে অনুষ্ঠিত একটি জনসভায় বক্তৃতা দেওয়ার সময় বিচারপতি ও পুলিশের দুই শীর্ষকর্তাকে হুমকি দিতে শোনা যায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে। তারপর রবিবার তেহরিক-ই-ইনসাফ (PTI) প্রধান ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী আইনে মামলা রুজু হল। বিচারব্যবস্থার কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করার জন্য এই আইনের ৭ নম্বর ধারার তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে। 

                  

এফআইআর-এ বলা হয়েছে, সম্প্রতি এফ-৯ পার্কে পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ)-এর সভায় ইমরান পুলিশ আধিকারিকদের হুমকি দিয়েছেন। রেহাই পাননি এক মহিলা দায়রা বিচারকও। উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগে ইমরানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।