নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের নামে রুজু হয়েছে মামলা। বিচারপতিকে হুমকি দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে এই মামলা রুজু হয়েছে। শনিবার ইসলামাবাদে অনুষ্ঠিত একটি জনসভায় বক্তৃতা দেওয়ার সময় বিচারপতি ও পুলিশের দুই শীর্ষকর্তাকে হুমকি দিতে শোনা যায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে। তারপর রবিবার তেহরিক-ই-ইনসাফ (PTI) প্রধান ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী আইনে মামলা রুজু হল। বিচারব্যবস্থার কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করার জন্য এই আইনের ৭ নম্বর ধারার তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে।
এফআইআর-এ বলা হয়েছে, সম্প্রতি এফ-৯ পার্কে পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ)-এর সভায় ইমরান পুলিশ আধিকারিকদের হুমকি দিয়েছেন। রেহাই পাননি এক মহিলা দায়রা বিচারকও। উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগে ইমরানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।