New Update
/anm-bengali/media/post_banners/vzBBDf2pYJN1rdIN1UQP.jpg)
​নিজস্ব সংবাদদাতা : ইপিএফও বা পিএফ হল সরকারি একটি স্কিম। প্রতি মাসে পিএফ অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমান টাকা জমা পড়ে। সাধারণত অবসরের পর বা চাকরি ছেড়ে দেওয়ার পর ওই টাকা তুলতে পারেন কর্মীরা। ইপিএফও-র তরফে জানানো হয়েছে যে কোনও কারণে চাকরি চলে গেলে গ্রাহকরা এই অ্যাকাউন্ট থেকে অগ্রিম টাকা নিতে পারবেন, আর সেটা ফেরৎযোগ্য নয়। কোনও কর্মী যদি এক মাস বা তারও বেশি সময় বেকার থাকেন, তাহলে তিনি পিএফ অ্যাকাউন্ট থেকে ৭৫ শতাংশ টাকা অগ্রিম নিতে পারবেন।
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us