নন্দীগ্রামে বিজেপির হার, জয়ী তৃণমূল

author-image
Harmeet
New Update
নন্দীগ্রামে বিজেপির হার, জয়ী তৃণমূল

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : হানুভূঞা,ঘোলপুকুর,বিরুলিয়া সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হল। ২১০০ ভোট আর ৫২ আসনে জয়ী তৃণমূল কংগ্রেস, ১টি আসনে জয়লাভ করে সিপিএম, বিজেপি-শূন্য।সমিতির ভোট যেহেতু পরিবার কেন্দ্রিক হয় তাই বিজেপির পক্ষ থেকে দক্ষিণ মণ্ডল সভাপতি অরূপ জানা বলেন, বিজেপির পক্ষ থেকে সেভাবে জনসংযোগ করা সম্ভব হয়নি। খোদ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর গড় সেখানেই হার বিজেপির। বিজেপির ঝুলিতে শূন্য।