New Update
/anm-bengali/media/post_banners/yYBMXZIadpqX3i1hivUV.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অপ্রত্যাশিতভাবে ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই হেরে গিয়েছে এটিকে মোহন বাগান। রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ২-৩ গোলে পরাস্ত এটিকে মোহন বাগান। বাগানের হয়ে গোল করেছিলেন কিয়ান নাসিরি ও আশিক কুরুনিয়ান।
ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে এসে জয়সূচক গোল করেছিলেন ইউনাইটেড। রবিবার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে সবুজ মেরুন ব্রিগেড। ছবি সহ সেই পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, "আরও একদিনের যুদ্ধের জন্য আমরা একসঙ্গে রয়েছি।"
We stand together to fight another day.#ATKMohunBagan#JoyMohunBagan#AmraSobujMaroonpic.twitter.com/gjbAX0tdiK
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) August 21, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us