​নিজস্ব সংবাদদাতা: রবিবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর অন্ধ্রপ্রদেশের ইন্দ্রকীলাদ্রিতে শ্রী দুর্গা মল্লেশ্বর স্বামী ভার্লা দেবস্থানম পরিদর্শন করেছেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,' জনগণ সুশাসনের মডেল চায়, আমরা এখানে তা বাস্তবায়ন করব যাতে তরুণরা কর্মসংস্থান পায়, রাষ্ট্র বিনিয়োগ পায়, উন্নয়ন পায়, রাস্তা পায়। আমরা এখানে আমাদের প্রচারণা শুরু করছি।'