আসানসোলে ভোট উত্তাপ

author-image
Harmeet
New Update
আসানসোলে ভোট উত্তাপ

হরি ঘোষ, জামুরিয়া: আসানসোল পৌর নিগমের ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জামুরিয়ার মন্ডল পুর গ্রামে বিজেপির পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুজিত চক্রবর্তী অভিযোগ করেন, 'গতকাল রাত থেকে বহিরাগতদের নিয়ে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করেছে তৃণমূল। বিভিন্ন বুথে প্রচুর সংখ্যক তৃণমূল কর্মীরা জমায়েত রয়েছে। মণ্ডল পূর্বতের বিজেপি এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। সমস্ত ঘটনাটি পুলিশের সামনে ঘটলো পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না।' যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে ভোটে হার নিশ্চিত জেনে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।