চীন-তাইওয়ান সংঘর্ষের জন্য আমেরিকাকেই দায়ি করছে চীন

author-image
Harmeet
New Update
চীন-তাইওয়ান সংঘর্ষের জন্য আমেরিকাকেই দায়ি করছে চীন


নিজস্ব সংবাদদাতাঃ কিছুদিন পূর্বে তাইওয়ান সফর সেরে গিয়েছেন আমেরিকার স্পিকার ন্যান্সি পেলোসি। তবে ন্যান্সি পেলোসির এই সফরকে ঘিরে উত্তেজনা সৃষ্টি করে চীন। 

In think tank's Taiwan war game, US beats China at high cost

তাইওয়ানের বিরুদ্ধে হুমকি তথা সামরিক অভিযান চালায় চীন। তবে এই সম্পূর্ণ ঘটনার জন্য এবার আমেরিকাকেই দায়ি করছে চীন। চীনের দাবি আমেরিকা গণতন্ত্রে ঝামেলা তৈরি করছে।

In graphics: The Taiwan-China conflict | Asia | An in-depth look at news  from across the continent | DW | 02.08.2022