নিজস্ব সংবাদদাতাঃ অশোক প্রধান গ্যাংয়ের কথিত শার্পশুটার প্রবীণ যাদবকে বিশেষ নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি আদালত। নীরজ বাওয়ানিয়া এবং তার গ্যাং সদস্যদের প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের কাছ থেকে তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
যাদবকে তিহার জেলে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর সময় আদালত এই নির্দেশ দেয়। ২০২২ সালের ১৪ ই আগস্ট সকালে এমজি রোড এলাকায় একটি এনকাউন্টারের পর দিল্লি পুলিশের বিশেষ সেল তাকে গ্রেফতার করে।