জলে ডুবে দুই শিশুর মৃত্যু মেদিনীপুর সদরে

author-image
Harmeet
New Update
জলে ডুবে দুই শিশুর মৃত্যু মেদিনীপুর সদরে



দিগ্বিজয় মাহালী: জলে ডুবে দু'দিনে দুই শিশুর মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে মেদিনীপুরের মণিদহ গ্রাম পঞ্চায়েত এলাকায়। পৃথক দুটি ঘটনা ঘটেছে মেদিনীপুর সদরের মণিদহ গ্রাম পঞ্চায়েত এলাকায়। শনিবার সকালে বাড়ির সামনে ডোবাতে জলে ডুবে মৃত্যু হয় বছর চারের কন্যা সন্তান মণিমালা মান্ডির। বাড়ি মণিদহ গ্রাম পঞ্চায়েতের সারেঙ্গাশোলে। পিতা লক্ষ্মণ মান্ডি ও স্থানীয়রা জানিয়েছেন, মায়ের পিছু নিয়ে বাড়ির সামনে ডোবাতে গিয়েছিল মণিমালা। মা বাড়িতে এসে কাজে ব্যস্ত হয়ে পড়ে। পরে মণিমালাকে খাওয়ানোর জন্য খোঁজ শুরু করে মা। তাকে আর খুঁজে পাওয়া যায় নি। স্থানীয়রা এসে বুঝতে পেরে ওই ডোবার জলের ভেতর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় দেপাড়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অপর দিকে শুক্রবার খেলার সময় বাড়ির সামনে ডোবার জলে ডুবে মৃত্যু হল রোকেয়া পারভিন নামে উনিশ মাসের কন্যা সন্তানের। বাড়ি মণিদহর রুপসাতে। তাকেও স্থানীয়রা জল থেকে উদ্ধার করে স্থানীয় দেপাড়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।