New Update
/anm-bengali/media/post_banners/v0BqD7jO7Yyf0oZr1zCK.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ টমাস টুচেল ও অ্যান্টোনিও কান্তের মধ্যে ঝামেলা বহু চর্চিত। মাঠের মধ্যেই দুই কোচের মধ্যে প্রায় হাতাহাতির উপক্রম। যার ফলে দুইজনকেই পেতে হল শাস্তি। এফএ এই দুজনকে জরিমানা করেছে।
— FA Spokesperson (@FAspokesperson) August 19, 2022
যদিও তাঁরা শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবেন। "একটি স্বাধীন নিয়ন্ত্রক কমিশন আজ নির্দেশ দিয়েছে যে টমাস টুচেলকে ৩৫ হাজার ইউরো জরিমানা করা হবে এবং এক ম্যাচের জন্য সাইড লাইন থেকে নিষিদ্ধ করা হবে। অ্যান্টোনিও কন্তেকে যথাক্রমে এফএ নিয়ম ই৩ লঙ্ঘন করার অভিযোগে ১৫ হাজার ইউরো জরিমানা করা হবে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us