নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, গত ছ'ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে অগ্রসর হয়েছে অতি গভীর নিম্নচাপ। আপাতত দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থান করছে। যা আগামী ২৪ ঘণ্টায় ঝাড়খণ্ড ও সংলগ্ন উত্তর ওড়িশা এবং উত্তর ছত্তিশগড়ের উপর দিয়ে আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। সেইসময় ক্রমশ শক্তি খুইয়ে ফেলবে অতি গভীর নিম্নচাপ। আপাতত উত্তর মধ্যপ্রদেশের দিকে অভিমুখ আছে অতি গভীর নিম্নচাপের। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অতি গভীর নিম্নচাপের তেমন প্রভাব পড়বে না। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কয়েকটি জায়গায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমবে। পরবর্তী তিনদিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। আগামী বুধবার (২৪ অগস্ট) পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।