ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড বাঁকুড়া, বিপর্যস্ত জনজীবন

author-image
Harmeet
New Update
ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড বাঁকুড়া, বিপর্যস্ত জনজীবন

বনমালী ষন্নিগ্রহী,বাঁকুড়া : নিম্নচাপের জের। বাঁকুড়া জেলা জুড়ে রাতভর বৃষ্টি। সঙ্গে দমকা হাওয়া। জেলা জুড়ে ভাঙল গাছের ডাল, মাটির বাড়ি, ছিঁড়লো বিদ্যুতের তার, জলে ডুবলো একাধিক সেতু। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো বাঁকুড়া জেলা জুড়ে শুক্রবার রাত থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। সঙ্গে দমকা হাওয়া। যার জেরে জেলা জুড়ে উপড়ে পড়েছে গাছ। বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা। ক্ষতিগ্রস্ত হয়েছে মাটিরবাড়ি। যদিও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

অন্যদিকে,নিম্নচাপের জেরে বাঁকুড়ায় জলের তলায় একাধিক সেতু। গত ২৪ ঘন্টায় বাঁকুড়ায় বৃষ্টি হয়েছে মোট ২৬.৯ মিলিমিটার। আর তার জেরে জলস্তর বৃদ্ধি পেয়েছে দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতী, কংসাবতী, শালী সহ সমস্ত নদীতে। দ্বারকেশ্বর নদের উপর থাকা ভাদুল ও মীনাপুর সেতু জলের তলায় চলে যাওয়ায় ওই দুই সেতু দিয়ে বন্ধ হয়ে গেছে যাতায়াত। তালডাংরার হাড়মাসড়ার কাছে ডুবে গেছে শিলাবতী নদীর সেতু। ইন্দাস, পাত্রসায়ের এলাকায় বহু সবজির জমি জলের তলায় চলে গেছে। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে প্রশাসনের তরফে। সতর্ক থাকতে বলা হয়েছে ব্লক প্রশাসনকেও।রাইপুরের জামশোলে মাটির বাড়ির একাংশ ভেঙেছে বলে জানা গিয়েছে।