সমগ্র যুক্তরাজ্যকে একসঙ্গে নিয়ে চলার বার্তা ঋষির

author-image
Harmeet
New Update
সমগ্র যুক্তরাজ্যকে একসঙ্গে নিয়ে চলার বার্তা ঋষির


নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাজ্যে চলছে প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া। দৌড়ে টিকে রয়েছেন লিজ ট্রাস ও ঋষি সুনাক।  প্রথম থেকে ঋষি এগিয়ে থাকলেও শেষে লিজ ট্রাসের জয়ের সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে।


PROFILE: Fabulously rich Rishi Sunak bids to become UK's first Hindu PM-  The New Indian Express

 তবে জয় নিশ্চিত করতে চান ঋষি। সেই লক্ষ্যে এবার সমগ্র যুক্তরাজ্যকে সমান তালে একসঙ্গে নিয়ে এগিয়ে চলার বার্তা দিলেন ঋষি সুনাক।

Ready for Rishi': UK PM face recalls his Indian roots as he kicks off  campaign | Mint