নিজস্ব সংবাদদাতাঃ একটানা বৃষ্টির জেরে ফের পাহাড়ে বিপত্তি। মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান শুরু হয়েছে উত্তরাখণ্ডের দেহরাদুনে। শনিবার ভোর থেকেই মেঘভাঙা বৃষ্টি শুরু হয়েছে। অত্যাধিক বৃষ্টির জেরে বেশ কয়েকজন আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু করা হয়েছে উদ্ধারকাজ। জানা গিয়েছে, দেহরাদুনের সারখেত গ্রামের উপরে মেঘভাঙা বৃষ্টি নামে। বৃষ্টির শুরু হতেই হড়পা বান নামে ওই এলাকায়। আটকে পড়েন গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় জেলা বিপর্যয় মোকাবিলা দফতরে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় এসডিআরএফ বাহিনী। শুরু করা হয় উদ্ধারকাজ।
জেলা প্রসাশন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, গ্রামবাসীদের সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়েছে। কয়েকজন আশেপাশের রিসর্টে আশ্রয় নিয়েছেন। ভারী বৃষ্টির জেরে তোতাঘাটি ও তিনধারায় যাতায়াতের পথও বন্ধ হয়ে গিয়েছে। একাধিক নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। হরিদ্বারের গঙ্গাতেও জল প্রায় বিপদসীমার উপর দিয়ে বইছে।