হাতির তাণ্ডবে বনদফতরের ভূমিকায় অসন্তুষ্ট গ্রামবাসীরা

author-image
Harmeet
New Update
হাতির তাণ্ডবে বনদফতরের ভূমিকায় অসন্তুষ্ট গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম :ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের চুনপাড়া এলাকায় হাতির তাণ্ডবে ভাঙলো দশটি বাড়ি। হাতির হামলায় আহত তিনজন। যার ফলে এলাকাজুড়ে তীব্র উত্তেজনা। আহত তিনজনের মধ্যে দুইজনকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকেই চুনপাড়া এলাকায় গ্রামবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে। যার ফলে গুপ্তমনি থেকে সাঁকরাইল যাওয়ার রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে।







হাতির তাণ্ডবে রীতিমতো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার গভীর রাতে যেভাবে হাতির দল তাণ্ডব চালিয়েছে তাতে এলাকার বাসিন্দারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। যার ফলে গ্রামবাসীরা বন দফরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পথ অবরোধ শুরু করেছে। ঘটনাস্থলে সাঁকরাইল থানার পুলিশ।