রাজ কুন্দ্রাকে নিয়ে বিদ্রূপ ‘অ্যাংরি দিদি’র

author-image
Harmeet
New Update
রাজ কুন্দ্রাকে নিয়ে বিদ্রূপ ‘অ্যাংরি দিদি’র

নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষা না দিয়েই ভুরি ভুরি নম্বর পেয়েছেন ছাত্রছাত্রী। সেই নিয়ে একটি মজার ভিডিও করেছেন ফেসবুক খ্যাত ‘অ্যাংরি দিদি’। যার আসল নাম উর্না বন্দ্যোপাধ্যায়। ভিডিওর শেষে উর্না বলেছেন, ‘আমার তো মনে হয় রাজ কুন্দ্রাও এই ভাবেই পাশ করেছিলেন। সেই জন্যে এই ভাবে টাকা উপার্জন করতে হচ্ছে’। রাজ কুন্দ্রাকে নিয়ে অ্যাংরি দিদির এই বিদ্রূপ মন্তব্য ছেয়ে গিয়েছে সোশ্যাল সাইটে।