New Update
/anm-bengali/media/post_banners/YCn8GLSYTtnYAj0rGZG7.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ থেকে ঠিক ১২ বছর আগে কমল হাসান কন্যা শ্রুতি হাসান তার অভিনয় জীবন শুরু করেছিলেন। সোহম সাহা পরিচালিত ‘লাক’ (Luck) ছবিতে সঞ্জয় দত্ত, ইমরান খান, এবং মিঠুন চক্রবর্তির সঙ্গে স্ক্রিন ভাগ করে নিয়েছিল সেদিনের ছোট্ট শ্রুতি। হিন্দি সিনেমায় শ্রুতির ১২ বছর সম্পুর্ন হওয়ার খুশিতে অভিনেত্রী শেয়ার করেছেন ছবির কিছু দৃশ্য। সঙ্গে লিখেছেন, ‘আজ থেকে ১২ বছর আগে আমার কোন ধারণা ছিল না আমি ঠিক কি করছি। শুধু জানতাম অভিনয় করতে ভালো লাগছে তাই করছি’।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us