New Update
/anm-bengali/media/post_banners/gYL0RtoTnlvcU809P3WC.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ করোনা আবহে সিনেমা হল বন্ধ। ফলে ছবি মুক্তির জন্যে নির্মাতারা বেছে নিচ্ছেন ওটিটি (OTT) মঞ্ছ। তবে পরিচালক করণ মলহোত্রা স্পষ্ট জানিয়েছেন তার পরবর্তী ছবি ‘শামশেরা’মুক্তি পাবে বড় পর্দায় অর্থাৎ থিয়েটারে। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই থিয়েটারে মুক্তি পাবে ‘শামশেরা’। এই ছবিতে অভিনয় করছেন রনবীর কাপুর, সঞ্জয় দত্ত। ছবিতে রনবীর কাপুর দ্বৈত চরিত্রে অভিনয় করবেন বলেই খবর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us