New Update
/anm-bengali/media/post_banners/W9vg77boIqCmMLXsyXeS.jpg)
নিজস্ব সংবাদদাতা: ডুরান্ড কাপে অভিযান শুরু করতে চলেছে এটিকে মোহন বাগান। বাগানের হয়ে প্রথম পেশাদার ম্যাচে নামবেন তারকা ফুটবলার ফ্লোরেন্টিন পোগবা। তার আগে তিনি বলেছেন, " নতুন দলের হয়ে প্রথম পেশাদার ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছি। সমর্থকদের ব্যাপারে অনেক শুনেছি। তাঁদের সামনে খেলার জন্য খুবই উৎসুক। দর্শকদের দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। দারুণ লাগছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us