New Update
/anm-bengali/media/post_banners/1PmKli8GDKFMV7OaGy7e.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ একাধিক টেলিভিশন শো’য়ে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছে উদিত নারায়ণ পুত্র আদিত্য নারায়ণকে। তবে এবার টেলিভিশন শো সঞ্চালনার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র নারায়ণ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। সেখানে আদিত্য জানান, টেলিভিশন সঞ্চালনা থেকে কিছু দিন বিরতি নিয়ে বড় কোন প্রোজেক্টে কাজ করতে চান। বিগত ১৫ বছর ধরে আদিত্য টেলিভিশনে কাজ করে আসছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us