New Update
/anm-bengali/media/post_banners/YsWDP9OTMXdplGvflJrR.jpg)
নিজস্ব প্রতিনিধি-আজ ত্রিপুরা রাজ্য জুড়ে পালিত হচ্ছে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম মাণিক্যের ১১৪তম জন্মবার্ষিকী।সেই উপলক্ষে এক টুইট শেয়ার করেন ত্রিপুরারর উপজাতি সম্প্রদায়ের দল তিপ্রামথার প্রধান তথা রাজ পরিবারের সদস্য প্রদ্যুত কিশোর তিনি লেখেন ,"আমার দাদু এবং আধুনিক ত্রিপুরার নির্মাতা মহারাজা বীর বিক্রম মাণিক্যকে তাঁর ১১৪তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।
তাঁর জীবন সমস্ত #TIPRA যোদ্ধাদের জন্য একটি অনুপ্রেরণা এবং পথপ্রদর্শক আলো, যারা আমাদের জনগণের সাংবিধানিক অধিকারের জন্য লড়াই করছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us