New Update
/anm-bengali/media/post_banners/yvjot0G1sQ07F5TvSopq.jpg)
নিজস্ব প্রতিনিধি-আজ ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যে বাহাদুরের ১১৪তম জন্মদিন পালিত হচ্ছে ত্রিপুরায়।এইদিন উপলক্ষে ত্রিপুরা ওয়েলফেয়ার সোসাইটি ও রাজপরিবারের সদস্যরা এক সঙ্গে একত্রিত হয়ে রাজা বীর বিক্রম মাণিক্যের জন্মবার্ষিকী উদযাপন করেছে।সেই সঙ্গে আজ সকালে আগরতলা শহরে এক র্যালি বেড় হয় কাটা হয় কেক।
সেই সঙ্গে সেখানে কেক কেটে উদযাপন করতে দেখা যায় রাজ পরিবারের সদস্য তথা রাজকুমারী প্রগ্না দেববর্মণকেও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us