New Update
/anm-bengali/media/post_banners/oZC3aYIjfyc6M7tDYMb8.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের আত্মঘাতী জওয়ান। জানা গিয়েছে, শুক্রবার এসএসবি বা সশস্ত্র সীমা বলের ৪৫ ব্যাটালিয়নের জওয়ান চিমালা বিষ্ণু আজ সুপৌলের বীরপুরে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। তিনি তেলঙ্গানার বাসিন্দা।
তিনি যখন নিজেকে গুলি করেছিলেন তখন তিনি ডিউটিতে ছিলেন। বলা হচ্ছে, ওই এসএসবি জওয়ান চিবুকের উপর বন্দুক রেখে ট্রিগারে চাপ দেন, এরপর গুলিটি তাঁর কপাল ভেদ করে অন্য দিকে বেরিয়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তেলঙ্গানার বাসিন্দা, সি মালা বিষ্ণু ফতেহপুর পিওপি-তে নিযুক্ত ছিলেন। স্ত্রীর সঙ্গে কোনও বিষয়ে বিবাদ চলছিল। এ কারণে গত পাঁচ দিন ধরে বেশ চাপে ছিলেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us