করোনা-ফ্লুর জোড়া ফলায় কুপোকাত দিল্লিবাসী

author-image
Harmeet
New Update
করোনা-ফ্লুর জোড়া ফলায় কুপোকাত দিল্লিবাসী

নিজস্ব সংবাদদাতাঃ প্রত্যেক ১০টি পরিবারের মধ্যে ৮টি পরিবার ভুগছে জ্বর, সর্দি-কাশিতে। এমনটাই চিত্র রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকায়। অসচেনতার মাশুল দিতে হচ্ছে দিল্লিবাসীকে। একদিকে করোনার বাড়বাড়ন্ত, তার উপরে বর্ষার মরশুমে ভাইরাল ফিভার- জোড়া সংক্রমণের আক্রমণে কুপোকাত দিল্লিবাসী। সম্প্রতি একটি সমীক্ষায় জানা গিয়েছে, অধিকাংশ দিল্লিবাসীর জ্বর, সর্দিকাশি ও দুর্বলতার মতো উপসর্গ দেখা গিয়েছে। হাসপাতালগুলোতেও ক্রমশ বাড়ছে রোগী ভর্তির সংখ্যা।

                     



সম্প্রতি হয়ে যাওয়া সমীক্ষায় দেখা গিয়েছে, গত বছরের তুলনায় এই বছর প্রায় দুই গুণ মানুষ অসুস্খ হয়েছেন। গত বছর যেখানে জুলাই-অগস্ট মাসে ৪১ শতাংশ পরিবারের মানুষ অসুস্থ হয়েছিলেন, সেখানে এই বছর প্রায় ৮৩ শতাংশ পরিবারে কেউ না কেউ অসুস্থ হয়েছেন। এরমধ্য়ে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে।