'সিবিআইকে স্বাগত', কটাক্ষ মুখ্যমন্ত্রীর

author-image
Harmeet
New Update
'সিবিআইকে স্বাগত', কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির উপ মুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই-এর হানা। আর এই নিয়ে নাম না করে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি টুইট করেন, 'যেদিন আমেরিকার সবচেয়ে বড় সংবাদপত্র এনওয়াইটি-র প্রথম পাতায় মনীশ সিসোদিয়ার দিল্লির শিক্ষা মডেলের প্রশংসা করে একটি ছবি প্রকাশিত হয়, সেদিনই কেন্দ্র সিবিআইকে মনীশের বাড়িতে পাঠানো হল। সিবিআইকে স্বাগত। সর্বাত্মক সহযোগিতা করবে। অতীতে অনেক তদন্ত/অভিযান হয়েছে। কিছুই বের হয়নি। এখনও কিছুই বের হবে না।'