রাশিয়ার তেল আমদানি করবে মায়ানমার

author-image
Harmeet
New Update
রাশিয়ার তেল আমদানি করবে মায়ানমার

নিজস্ব সংবাদদাতা : ক্রমবর্ধমান দাম ও সরবরাহ নিয়ে উদ্বেগ কমাতে রাশিয়ান পেট্রোল এবং জ্বালানি তেল আমদানি করার পরিকল্পনা করেছে মায়ানমার। সেনাবাহিনী সূত্রে এমনই খবর।দক্ষিণ-পূর্ব এশীয় দেশটি রাশিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে।এমনকি উভয়ই পশ্চিমা দেশগুলির নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। রাশিয়া এই অঞ্চলে তার শক্তির জন্য নতুন গ্রাহক খুঁজছে কারণ তার বৃহত্তম রফতানি গন্তব্য ইউরোপ, এই বছরের শেষের দিকে পর্যায়ক্রমে রাশিয়ান তেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে। 


মায়ানমারের সামরিক মুখপাত্র জাও মিন তুন জানিয়েছেন, "আমরা রাশিয়া থেকে পেট্রোল আমদানির অনুমতি পেয়েছি।"জ্বালানি তেলের চালান সেপ্টেম্বর থেকে আসা শুরু হওয়ার কথা।জাও মিন তুন বলেছেন, জান্তা প্রধান মিন অং হ্লাইং গত মাসে রাশিয়া সফরে তেল ও গ্যাস নিয়ে আলোচনা করেছিলেন। মিয়ানমার এখন সিঙ্গাপুর দিয়ে জ্বালানি আমদানি করে।তিনি বলেন, রাশিয়া ও চীনের সঙ্গে মিয়ানমারে যৌথ তেল অনুসন্ধানের বিষয়ে মিয়ানমার বিবেচনা করবে।