যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের আবেদন করেছেন গোটাবায়া রাজাপাক্ষে

author-image
Harmeet
New Update
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের আবেদন করেছেন গোটাবায়া রাজাপাক্ষে

নিজস্ব সংবাদদাতাঃ বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালানো শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাক্ষে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেতে আবেদন করেছেন। জানা গিয়েছে, স্ত্রী ও পুত্রকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে চান সাবেক এই প্রেসিডেন্ট। গত মাসেই এই প্রক্রিয়া শুরু করেছেন তিনি। গোটাবায়ার স্ত্রী লোমা রাজাপাক্ষের মার্কিন নাগরিকত্ব রয়েছে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে সেখানে গ্রিন কার্ড বা স্থায়ী আবাসিকতার আবেদন জানিয়েছেন গোটাবায়া রাজাপাক্ষে। 



৭৩ বছর বয়সী গোটাবায়া রাজাপাক্ষে বর্তমানে স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্যাংককের একটি হোটেলে রয়েছেন। অন্তত নভেম্বরের শেষ পর্যন্ত থাইল্যান্ডে থাকার পরিকল্পনা থাকলেও তা বাতিল করে আগামী ২৫ আগস্ট শ্রীলঙ্কায় ফেরার কথা রয়েছে তার।