New Update
/anm-bengali/media/post_banners/maL74ksRxraP0nqgni4C.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বলিউডের দীপিকা এবং দক্ষিণের প্রভাস এবার জুটি বাঁধছেন তাদের নতুন ছবির জন্যে। ছবির নাম ‘কে’ (K)। নাগ অশ্বিন পরিচালিত এই ছবিতে থাকবেন বিগ বি অমিতাভ বচ্চন। সাইন্স ফিকশন গল্প অবলম্বনে তৈরি হতে চলেছে এই ছবি। আজ বিগ বি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবির প্রথম টেকের দৃশ্য। অমিতাভ বচ্চন এবং দীপিকা আরও একটি ছবিতে একসঙ্গে কাজ করছে। ছবির নাম ‘দ্য ইন্টার্ন’।
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us