New Update
/anm-bengali/media/post_banners/84ENOdPo6VsLk9AGdPfr.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মণিপুর সফরে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংহের সঙ্গে দেখা করেছেন রাজনাথ। এর পাশাপাশি ইম্ফলের মন্ত্রীপুখরি গ্যারিসনে সেনা ও আসাম রাইফেলসের কর্মীদের সঙ্গে কথা বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এক অনুষ্ঠানে রাজনাথ সিং বলেন, 'যখনই আমি আমাদের সশস্ত্র বাহিনীর জওয়ান ও কর্মকর্তাদের সাথে দেখা করি, আমি আনন্দিত, গর্বিত এবং শান্তি অনুভব করি। প্রত্যেকেই দেশ, শিক্ষক, ডাক্তার এবং অন্যদের সেবা করছে, কিন্তু আমাদের সৈন্যরা যা করছে তা কেবল পেশার চেয়েও বেশি কিছু, এবং সেবার চেয়েও বেশি কিছু।'
Manipur | Defence Minister Rajnath Singh interacts with Army and Assam Rifles personnel at Mantripukhari Garrison in Imphal pic.twitter.com/9zjhZS1LaJ
— ANI (@ANI) August 19, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us