New Update
/anm-bengali/media/post_banners/TzAHStBp4othL52WBxfb.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল থেকে শুরু হয়েছে টোকিও অলিম্পিক। বলিউড তারকারা ঘরে বসেই উৎসাহিত করছেন ভারতীয় প্রতিযোগীদের। বলিউড তথা হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) সুদূর লন্ডনে বসেই মেতেছেন টোকিও অলিম্পিকে ভারতীয় প্রতিযোগীদের উৎসাহে দিতে। অলিম্পিকের ওপেনিং সেরিমনির দিন টিভির সামনে বসে প্রতিযোগীদের উৎসাহ যোগাচ্ছেন তিনি। অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন কিছু ঝলক। প্রসঙ্গত, ম্যারি কমের (Mary Kom)​ বায়োপিকে ২০১৪ সালে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us