নিজস্ব সংবাদদাতাঃ ইভেন্ট বদলাচ্ছে, কিন্তু নোভাক জকোভিচ একইরকম দাপট দেখিয়ে খেলছেন। শনিবার টোকিও অলিম্পিকে টেনিসে পুরুষদের সিঙ্গলসে প্রথম ম্যাচ অতি সহজেই জিতে নিলেন সার্বিয়ান মহাতারকা। জোকারের সামনে এদিনের ম্যাচে দাঁড়াতেই পারেননি বলিভিয়ার হুগো ডেলিয়েন। ম্যাচের ফল ৬-২, ৬-২।