বর্ধমান থেকে উদ্ধার দেড় লক্ষ টাকারও বেশি গাঁজা, গ্রেপ্তার ৩

author-image
Harmeet
New Update
বর্ধমান থেকে উদ্ধার দেড় লক্ষ টাকারও বেশি গাঁজা, গ্রেপ্তার ৩

নিজস্ব সংবাদদাতাঃ বিপুল পরিমাণ মাদক উদ্ধার ঘিরে শোরগোল পূর্ব বর্ধমানের লক্ষ্মীপুর মঠ এলাকায়। গোপন সূত্রে অভিযান চালিয়ে পুলিশ ৪১ কিলোগ্রামেরও বেশি গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করে। গ্রেপ্তার হয়েছে ২ মহিলা-সহ তিনজন। আজ তাদের বর্ধমান আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানাবে পুলিশ। তবে বর্ধমানের বুকে এত বিপুল পরিমাণ মাদকের স্তুপ দেখে তাজ্জব তদন্তকারীরা।



জেলায় প্রচুর পরিমাণ গাঁজা মজুত হচ্ছে পাচারের জন্য, বুধবার গোপন সূত্রে এই খবর পেয়ে গভীর রাতে পুলিশ হানা দেয় লক্ষ্মীপুর মঠ এলাকায়। সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও ছিলেন। সেখানে গাঁজা ও অন্যান্য নেশার সামগ্রী দেখে চোখ কপালে ওঠার জোগাড় পুলিশের। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ বর্ধমান আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ৪১.২৫০ কেজি। বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ ৬০ হাজার টাকারও বেশি। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম বিজয় দাস, মানা দাস ও গীতা পাসওয়ান। এদের বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। আজ আদালতে পেশ করা হবে। অভিযুক্তদের নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।