New Update
/anm-bengali/media/post_banners/mqsvjo6cKxOGuXff1reK.jpg)
সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ কোভিড বিধি না মানায় আলিপুরদুয়ার পৌর এলাকায় ফের ১১ জন ব্যক্তিকে জরিমানা এবং ৩ জনকে আটক করল আলিপুরদুয়ারের পৌরসভার প্রশাসন । কোভিড বিধিনিষেধ মেনে মাস্ক পরে সবাই বাইরে বের হচ্ছে কি না এবং দোকান বাজার সঠিক সময়ে খোলা এবং বন্ধ হচ্ছে কি না প্রতিমুহূর্তে নজর রাখছে আলিপুরদুয়ার কোভিড ডিজাষ্টার এনফোর্সমেন্ট। প্রতিনিয়ত এই অভিযান নিয়মিত চালাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। তাও হেলদোল নেই সাধারণ মানুষের।
আলিপুরদুয়ার পৌর প্রশাসন এবং মহকুমা প্রশাসন ,জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন একযোগে এই কাজ করছে I প্রতিনিয়ত কোভিড বিধিনিষেধ না মেনে চলার জন্য আটক করা হচ্ছে ,করা হচ্ছে ফাইনও I সূত্রের পাওয়া খবর অনুযায়ী কোভিড ডিজাষ্টার এনফোর্সমেন্টের সুপারভাইজার সুব্রত সরকার গতকাল রাতে অভিযান চালিয়ে মুখে মাস্ক না থাকার জন্য ১১ জন ব্যাক্তিকে জরিমানা এবং ৩ জনকে আটক করাহয়েছে ।পৌরসভা সূত্রে জানাগিয়েছে কোভিড বিধিনিষেধ না মেনে চললে প্রতিনিয়ত আটক করাহবে এবং জরিমানা করা হবে।
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us