আমেরিকার জনগণ দেখতে পেয়েছে যে আমেরিকায় এখনও গণতন্ত্র কাজ করে: বাইডেন

author-image
Harmeet
New Update
আমেরিকার জনগণ দেখতে পেয়েছে যে আমেরিকায় এখনও গণতন্ত্র কাজ করে: বাইডেন


নিজস্ব সংবাদদাতা: মুদ্রাস্ফীতি হ্রাস আইনকেই আমেরিকার ভবিষ্যৎ উন্নয়নের চাবিকাঠি করে তুলতে চাইছেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। মুদ্রাস্ফীতি হ্রাস আইন নিয়ে তিনি প্রথম থেকেই উচ্ছাস প্রকাশ করে আসছেন। 

New details revealed about Biden's busing record: Why was he so strongly  opposed?

এবার মুদ্রাস্ফীতি হ্রাস আইনের প্রশংসা করার সময় জো বাইডেন বলেন, "মুদ্রাস্ফীতি হ্রাস আইন আমেরিকান জনগণকে দেখিয়েছে যে এই দেশে এখনও গণতন্ত্র কাজ করে"। মুদ্রাস্ফীতি হ্রাস আইন আমেরিকাকে আরও উন্নত করে তুলবে বলেই দাবি করেছেন জো বাইডেন।

It's not what Biden said in the State of the Union, but what he failed to  say | The Japan Times