অনুব্রত-র টাকা বাজেয়াপ্তকাণ্ডে বিস্ফোরক সুজন

author-image
Harmeet
New Update
অনুব্রত-র টাকা বাজেয়াপ্তকাণ্ডে বিস্ফোরক সুজন

নিজস্ব সংবাদদাতা: অনুব্রত-র টাকা বাজেয়াপ্তকাণ্ডে এদিন সুজন বলেন, 'এটাই তো তৃণমূল। অনুব্রত মণ্ডলের ফিক্সড ডিপোজিটে পাওয়া গিয়েছে প্রায় ১৭ কোটি টাকা। পার্থ-অর্পিতা এবং অনুব্রত-র কাছে পাওয়া টাকা বাড়তে বাড়তে কোথায় গিয়ে পৌছয় দেখুন। শুধু লুঠ হয়েছে তো। কোথায় ইনকাম করেছে, কী চাকরি করত ? গরুপাচারের লুঠ, সোনাপাচারের লুঠ, কয়লাপাচারের লুঠ, যাবতীয় লুঠের টাকা। সিবিআই আজকে না হয় এতদিন পরে বাজেয়াপ্ত করল। রাজ্যের গোয়েন্দা তদন্ত সব উঠে গেল কি ? সব কি ফেল ? গায়ে তো লাগছেই, রাজ্য সরকারের। এক তৃণমূলের অনুব্রতকে প্রশয় দেওয়া, দুই সমস্ত তদন্তগুলিকে ধামাচাপা দিয়ে রাখা। তৃণমূলের  নেতারা চোর, দুর্নীতিগ্রস্থ।'