সিরিয়াস মোস্ট নেতা না হলে সংসদীয় বোর্ডে জায়গা নেই! ডেবরা থেকে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির

author-image
Harmeet
New Update
সিরিয়াস মোস্ট নেতা না হলে সংসদীয় বোর্ডে জায়গা নেই! ডেবরা থেকে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির

দিগবিজয় মাহালী, ডেবরা: খুব সিরিয়াস মোস্ট নেতা না হলে সংসদীয় বোর্ডে জায়গা নেই। বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এলাকায় "চোরেদের জেলে ভরো, মমতা তুমি গদি ছাড়ো"এই কর্মসূচিকে সামনে রেখে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই দিন এই প্রতিবাদী মিছিলে রাজ্য সভাপতি সহ উপস্থিত ছিলেন একাধিক জেলা নেতৃত্ব, সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন তিনি। তিনি আরো বলেন বিজেপি সংসদীয় বোর্ডে খুব সিরিয়াস মোস্ট নেতারা থাকেন, অমিত শাহ ওই সিরিয়াস বোর্ডে রয়েছেন এবং আমাদের বাংলা থেকে দিলীপ ঘোষ সর্বভারতীয় সহ-সভাপতি হয়েছেন এবং এর আগে রাহুল সিনহা সেক্রেটারি হয়েছিলেন, তবে আরও বড় মাপের নেতা হলে এই সর্বভারতীয় সংসদে নাম পাওয়া যায়। পাশাপাশি গ্রেফতার হওয়া বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়েকে জেলা প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, ‘উনি ভেবেছেন তার বাবা এখনো পর্যন্ত দুর্দণ্ড প্রতাপ নেতা রয়েছেন তাই কোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। এরপরে হয়তো সিবিআই এর মুখোমুখি হতে হবে।’