New Update
/anm-bengali/media/post_banners/12Jr5vSX75i8VVNh6Ubr.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ট্রান্সফার উইন্ডো এখনও খোলা রয়েছে। শুরু হয়ে গিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। তবু শেষ মুহূর্তের দল গঠনের কাজ এখনও বাকি রয়েছে।
ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের পক্ষ থেকে জানানো হয়েছে জার্মানির আন্তর্জাতিক ডিফেন্ডার থিলো কেহরারকে চুক্তিবদ্ধ করা হয়েছে। ২৫ বছর বয়সী এই খেলোয়াড় ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন থেকে চার বছরের চুক্তিতে দল বদল করেছেন।
Introducing summer signing number six... 🇩🇪⚒ pic.twitter.com/okVX305EzS
— West Ham United (@WestHam) August 17, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us