New Update
/anm-bengali/media/post_banners/jrlhhCc16kbNXuDs1IRB.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ তাঁকে নিয়ে চলা জল্পনার অবসান ঘটালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আগামী দিনে তিনি ইউনাইটেড থেকে বিদায় নিতে পারেন বলে অনেকে মনে করছেন। সেই জল্পনা "মিথ্যা" বলে খারিজ করে দিয়েছেন সি আর সেভেন স্বয়ং। প্রাক মরসুম অনুশীলনের দলের সঙ্গে প্রায় ছিলেনই না রোনাল্ডো। থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় প্রাক মরসুম প্রস্তুতি সেরেছিল দল। সেখানে ছিলেন না মহাতারকা।
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us