লন্ডনের ইউনিয়ন স্ট্রিটে রেলওয়ে আর্চের নিচে লাগল আগুন

author-image
Harmeet
New Update
লন্ডনের ইউনিয়ন স্ট্রিটে রেলওয়ে আর্চের নিচে লাগল আগুন

নিজস্ব প্রতিনিধি -বুধবার সকালে সাউথওয়ার্কের ইউনিয়ন স্ট্রিটে রেলের তোরণের নিচে আগুন লেগে যায়, লন্ডন ফায়ার ব্রিগেড একথা জানিয়েছে।সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজে এলাকায় ধোঁয়ার ঘন আস্তরণ ছেয়ে যেতে দেখা যায়।আজ এক বিবৃতিতে, লন্ডন ফায়ার ব্রিগেড বলেছে যে তারা স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনার বিষয়ে কল পেয়েছিল এবং আন্ডারগ্রাউন্ডের নীচে অবস্থিত একটি বাণিজ্যিক সম্পত্তি থেকে দৃশ্যত আগুন নিয়ন্ত্রণে আনতে ৭০টি দমকলকর্মী এবং দশটি ফায়ার ইঞ্জিন পাঠিয়েছে বলে জানা গেছে।




কী কারণে আগুন লেগেছে, তা স্পষ্ট নয়। তবে ভয়াবহ আগুনের জেরে আশপাশের প্রায় সব বাড়ি থেকে সেখানকার বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে লন্ডন ব্রিজের উপর দিয়ে যে ট্রেনগুলির যাতায়াতের কথা ছিল, তাও নিমেষে বন্ধ করে দেওয়া হয় নোটিশ জারি করে।