নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে জেরা শুরু করেছে সিবিআই

author-image
Harmeet
New Update
নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে জেরা শুরু করেছে সিবিআই

নিজস্ব সংবাদদাতা: আজ ফের নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে জেরা শুরু করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, গরুপাচারের টাকা শুধু অনুব্রত নয়, টাকার ভাগ পেয়েছেন বীরভূম জেলার একাধিক প্রভাবশালী। প্রত্যেকেই টাকা নিয়েছেন প্রোটেকশন মানি হিসেবে। সূত্রের দাবি, এমন ১০-১২ জনকে চিহ্নিত করতে পেরেছে তারা। ওই প্রভাবশালীদের বিলাসবহুল বাড়ি, একাধিক জায়গায় সম্পত্তি, সবই খতিয়ে দেখা হচ্ছে। এই নিয়েই অনুব্রত মণ্ডলকে জেরা করা হচ্ছে।