New Update
/anm-bengali/media/post_banners/W7xufej279OlI4bBm2J3.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গরু পাচারকাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলকে নিয়ে ফের বিস্ফোরক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জানা যাচ্ছে, সিবিআই-এর নজরে অনুব্রত মণ্ডলের পরিবারের নামে কোম্পানি। সিবিআই সূত্রে খবর, মর্টগেজ ছাড়াই বিশাল অঙ্কের টাকা ঋণ হিসেবে বিনিয়োগ করা হয়েছিল। গরু পাচারের টাকা কোথায়, কীভাবে পৌঁছাত? তার খোঁজ চালাচ্ছে সিবিআই-এর আধিকারিকরা।
এএনএম অ্যাগ্রোকেম-এ ২০১৮ সালে ঋণ দেওয়া হয়েছিল কয়েক কোটি টাকা। ব্যালান্স শিট তৈরি করা হয়েছিল কোচবিহারের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে দিয়ে। প্রভাবশালীদের সংস্থায় ঋণ হিসেবে বিনিয়োগ করা হয় গরু পাচারের টাকা। ঋণ হিসেবে বিনিয়গ করে কালো টাকা সাদা করা হয় বলে দাবি সিবিআই সূত্রে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us