বেকারত্বের হারে রেকর্ড করল চীন

author-image
Harmeet
New Update
বেকারত্বের হারে রেকর্ড করল চীন

নিজস্ব সংবাদদাতা: বেকারত্বের হারে রেকর্ড গড়ল চীন। চীনে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ১৯.৯ শতাংশে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো-এর অনুসারে, মে মাসে এই সংখ্যা ছিল ১৮.৪ শতাংশ।

The Largest Cities In China - WorldAtlas

 জুন মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৯.৩ শতাংশ। জুলাইয়ে বেকারত্বের সংখ্যা ১৯.৯ শতাংশে পৌঁছেছে। ফলে দ্রুত বেকারত্বের হার বাড়ায় চিন্তা বাড়ছে চীন সরকারের।

China's population to start long period of 'unstoppable' decline in 2030:  report | World News,The Indian Express