মধ্যবয়সে পৌঁছে গিয়েছে সূর্য, বলছে গবেষণা

author-image
Harmeet
New Update
মধ্যবয়সে পৌঁছে গিয়েছে সূর্য, বলছে গবেষণা

নিজস্ব সংবাদদাতাঃ ইউরোপীয় স্পেস এজেন্সি (ESA) দ্বারা পরিচালিত সাম্প্রতিক গবেষণায় দাবি করা হয়েছে যে সূর্য তার মধ্যবয়সে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। সূর্যের আনুমানিক বয়স ৪.৫৭ বিলিয়ন বছর। ESA - এর সমীক্ষা অনুসারে, ঘন ঘন সৌর শিখা, করোনাল মাস ইজেকশনস (Coronal Mass Ejections) এবং সৌর ঝড় সহ সূর্য একটি মধ্যজীবন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে । মহাকাশ সংস্থার গায়া মহাকাশযান দ্বারা প্রকাশিত সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে এই সমস্ত বিষয়ে জানা গিয়েছিল। এছাড়া এই মহাকাশযানটি মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্রের জীবনযাত্রার ম্যাপিং করতেও সহায়তা করে।