কলকাতায় আকাশছোঁয়া হারে দাম বাড়ছে ফ্ল্যাট বাড়ির

author-image
Harmeet
New Update
কলকাতায় আকাশছোঁয়া হারে দাম বাড়ছে ফ্ল্যাট বাড়ির

নিজস্ব সংবাদদাতা: আকাশছোঁয়া হারে বাড়ির দাম বাড়ছে কলকাতায়। রিপোর্ট অনুযায়ী কলকাতায় গত ত্রৈমাসিকের তুলনায় এবারে ফ্ল্যাট বাড়ির দাম বেড়েছে ৩ শতাংশ। গত বছরের তুলনায় সেই মূল্যবৃদ্ধি ৬ শতাংশ। কলকাতায় বর্তমানে গড়ে প্রতি স্কোয়ারফুট বিকোচ্ছে ৬২৪৫ টাকায়। দেশের মধ্যে এই হার সর্বোচ্চ হল মুম্বইতে। সেখানে প্রতি বর্গফুট ফ্ল্যাটের জন্য গড় দাম ১৯,৫৫৭ টাকা। এরপরই তালিকায় আছে হায়দরাবাদ। সেখানে প্রতি স্কোয়ারফুট ফ্ল্যাটের দাম গড়ে ৯১৩২ টাকা। কলকাতায় মোট ৪ শতাংশ ফ্ল্যাট এখনও বিক্রি করা যাচ্ছে না। তারই মাঝে চড়চড়িয়ে বাড়ছে দাম। এতে বিক্রেতা বা খদ্দের, কারও লাভ হচ্ছে না। যদিও গত বছরের তুলনায় অবিক্রিত ফ্ল্যাটের সংখ্যা ১৫ শতাংশ কমেছে কলকাতায়।