ভাগাড় থেকে উদ্ধার ১৭টি ভ্রূণ!

author-image
Harmeet
New Update
ভাগাড় থেকে উদ্ধার ১৭টি ভ্রূণ!

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার উলুবেড়িয়া পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের বাণীতলা ভাগাড় থেকে ১৭ টি ভ্রূণ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর, পুরসভার সাফাইকর্মীরা জঞ্জাল ফেলা এবং পরিষ্কারের জন্য ওই ভাগাড়ে গিয়েছিলেন। তাঁরাই ওই ভ্রূণগুলি খুঁজে পান। জানা গিয়েছে, ১৭টি ভ্রূণের মধ্যে ১০টি মেয়ে, ৬ টি ছেলের। একটি ভ্রূণ শনাক্ত করা সম্ভব হয়নি।উলুবেড়িয়া শহর এলাকায় দেড় কিলোমিটারের মধ্যে প্রায় ৩০টি বেসরকারি হাসপাতাল রয়েছে। সেখানে গর্ভপাত করানোর পর ভ্রুণগুলিকে ওই ভাগাড়ে নিয়ে এসে ফেলা হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়দের একাংশ।এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল হাওড়ার উলুবেড়িয়ায়।