New Update
/anm-bengali/media/post_banners/vjwYfPEyGL7fughLTyXi.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চলে গেলেন ভারতীয় ক্রিকেট নিয়ামক বোর্ড বিসিসিআই-এর প্রাক্তন সচিব অমিতাভ চৌধুরী। ঝাড়খণ্ডের রাঁচির সেন্টবিটা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। IPS আধিকারিক হওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী পদে এসেছিলেন।
হৃদযন্ত্র বিকল হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। IIT থেকে বিটেক ডিগ্রি অর্জন ছিল অমিতাভ চৌধুরীর।
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us